মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম ও পাচার বন্ধে যৌথ সহায়তার ঘোষণা দিলো রাশিয়া ও ভারত। গতকাল শুক্রবার সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাস পাচার বন্ধ করতে হবে সব দেশকেই। সন্ত্রাস দমনে কোনো দ্বিচারিতা চলবে না। এর আগে, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত মিলেছিল কয়েকবার। সীমান্তপারের সন্ত্রাস নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে থাকার সময়ে ইসলামাবাদের সঙ্গে যৌথ সেনা মহড়া করে দিল্লিকে অস্বস্তিতে ফেলে দেয় মস্কো। এছাড়া আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠতা বাড়ার পরে ভারত-রুশ সম্পর্কে কিছুটা চিড় ধরেছে বলে মনে করতেন কূটনীতিকরা। ওই বিবৃতিতে আরো বলা হয়, কোনো সন্ত্রাসকেই সমর্থন করা যায় না। সন্ত্রাস দমনে কোনও ‘দ্বিচারিতা’ও গ্রহণযোগ্য নয়। সীমান্ত পেরিয়ে সন্ত্রাস পাচার বন্ধ করতে সব দেশকেই সক্রিয় হতে হবে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।