মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গ্রিসের এথেন্স বিমানবন্দরে গড়েওঠা শরণার্থী ক্যাম্পে বসবাসকারী সবাইকে সরিয়ে দিচ্ছে পুলিশ। একবছর আগে গড়ে উঠা এই ক্যাম্প বসতিশূন্য করতে গতকাল শুক্রবার থেকে কাজ শুরু করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, হেলেনিকনের তাঁবুগুলোতে প্রায় ১০০ শরণার্থী বাস করছিলো। ২০০৪ অলিম্পিক গেমসের পর থেকে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। সেখানেই শরণার্থী শিবির তৈরি করা হয়। তবে সেখানকার অবস্থা নিয়ে সমালোচনা করেছিলো মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ সেখানে মানবেতর জীবনযাপন করছিলেন শরণার্থীরা। তাঁবুর মধ্যে জড়োসড়ো হয়ে ঘুমাতে হচ্ছিলো। তীব্র গরমে ছিলো না পর্যাপ্ত খাবারও। ২০১৫ সালের নভেম্বরে তাদের প্রথম হেলেনিকোনে নিয়ে যাওয়া হয়। গ্রিস-মেসিডোনিয়া সীমান্ত থেকে পুলিশ তাদের নিয়ে আসে। সরকার অনেকদিন ধরেই এই স্থান খালি করার কথা বলে আসছিলো। কিন্তু শরণার্থীদের অন্য শিবিরে নিয়ে যাওয়াটা কঠিন হচ্ছিলো তাদের জন্য। আফগানসহ অনেক শরণার্থীদের অন্য ইউরোপীয় দেশে প্রবেশের যোগ্যতা ছিলো না। ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৬২ হাজারেরও বেশি শরণার্থী গ্রিসে আটকা পড়ে আছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।