মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বৈশ্বিক শান্তি বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্রে শৃঙ্খলার স্তর নেমে গেছে এবং সন্ত্রাসী কর্মকাÐের রেকর্ড বেড়েছে। সিডনিভিত্তিক একটি গবেষণাপ্রতিষ্ঠান এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। দি ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বৃহস্পতিবার বৈশ্বিক শান্তি সূচক প্রকাশ করেছে। টানা ১০ বছরের মতো এ সূচক প্রকাশ করল বিশ্বের শান্তির পর্যায় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানটি। গবেষকরা বলেছেন, সংঘর্ষের ব্যয় বিশ্বজুড়ে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। শান্তি প্রতিষ্ঠায় তারা আরো বিনিয়োগের আহŸান জানিয়েছেন। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অর্থাৎ ২০১৬ সালে বিশ্বে শূন্য দশমিক ২৮ শতাংশ শান্তি বেড়েছে। নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাÐসহ রাষ্ট্রীয় মদতে সহিংসতা কমে যাওয়া এবং হত্যাকাÐের হার হ্রাস পাওয়ায় বৈশ্বিক শান্তি সূচকের উন্নতি হয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনা প্রত্যাহারের ঘটনা দেরিতে হলেও শান্তির জন্য ভূমিকা রেখেছে বলে মনে করেন গবেষকরা।যুক্তরাষ্ট্রে বেড়ে যাওয়া হত্যা ও অন্যান্য অপরাধে দেশটির শান্তির পর্যায় নিম্নগামী রয়েছে। এ ছাড়া ইউরোপে সন্ত্রাসবাদ বাড়লেও এখনো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চলের স্বীকৃতি ধরে রেখেছে তারা। সন্ত্রাসবাদের কারণে হত্যাকাÐের সংখ্যা বেড়েছে, এমন দেশের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩টিতে। এর মধ্যে রয়েছে সুইডেন, ফ্রান্স, তুরস্ক ও ডেনমার্ক। গবেষকদের ভাষ্য, ১০ বছর আগের তুলনায় বর্তমানে ৬০ শতাংশ দেশে সন্ত্রাসবাদ বেড়েছে। গত মাসে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার আগেই এ গবেষণা প্রতিবেদন তৈরি হয়। ফলে যুক্তরাজ্যের শান্তি সূচক তাতে প্রভাবিত হয়নি। ইউরোপে পপুলিজম উত্থানের প্রতি অব্যাহত সমর্থন শান্তির পর্যায়ে অবনতির কারণ হয় উঠেছে। গবেষণাপত্রে বলা হয়েছে, ইউরোপে বৈষম্য বেড়েছে, গণমাধ্যমের স্বাধীনতা কমেছে এবং অন্যের অধিকার স্বীকার করার প্রবণতা কমে গেছে। বিদ্রোহীগোষ্ঠী ফার্কের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করায় কলম্বিয়ায় শান্তি বেড়েছে। কিন্তু অভ্যন্তরীণ অশান্তি ও বিদ্রোহী গোষ্ঠী ইএলএনের সহিংসতা রয়েছে এখনো। বৈশ্বিক শান্তি সূচকে এবারও প্রথম অবস্থানে আছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকে তারা এ অবস্থান ধরে রেখেছে। আর শান্তির সর্বনিম্ন স্তরে আছে সিরিয়া। টানা পাঁচ বছর শান্তি সূচকের শেষ নামটি সিরিয়া। শান্তি সূচকে দ্বিতীয় থেকে ক্রমান্বয়ে শীর্ষ পাঁচ নম্বরে আছে নিউ জিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া ও ডেনমার্ক। আর সিরিয়া বাদে সর্বনিম্ন দ্বিতীয় থেকে পাঁচ নম্বরে আছে আফগানিস্তান, ইরাক, দক্ষিণ সুদান ও ইয়েমেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।