Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানি পার্লামেন্টের সায়

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম




ইনকিলাব ডেস্ক : অসুস্থতার কারণে রীতি ভেঙে অবসর যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাপানের সম্রাট আকিহিতো। সম্রাটের এ ইচ্ছা পূরণে নতুন আইন করছে দেশটির সরকার। মন্ত্রিসভার পরে এবার পার্লামেন্টের নিম্নকক্ষে এ সংক্রান্ত একটি বিল অনুমোদন পেয়েছে। এর ফলে সম্রাটের অবসরের পথে আরো একধাপ এগিয়ে গেলে দেশটি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ বিল অনুমোদন পায়। এসময় ক্ষমতাসীন পার্টি ছাড়াও অন্য ৬টি দলের এমপিরা বিলের পক্ষে সম্মতি দেন। আগামী সপ্তাহে এটি পার্লামেন্টের উচ্চকক্ষে তোলা হবে। সেখানে অনুমোদন পেলেই এটি আইন হিসেবে কার্যকর হবে। সবকিছু ঠিক থাকলে আসছে বছরই অবসরে যাবেন সম্রাট আকিহিতো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ