মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে ১০ বছরে বাল্যবিবাহের সংখ্যা প্রায় ২৯ লাখ। যাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর)-এর রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। রিপোর্টে ২০০১ থেকে ২০১১ সালের পরিসংখ্যান দিয়েছে এনসিপিসিআর। জানা গেছে, ২০১১ সালের জনগণনা বিশ্লেষণ করেই রিপোর্টটি তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার এনসিপিসিআর-এর এই রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিকরি। রিপোর্ট অনুযায়ী, এই ২৯ লাখের মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সি ১১ লাখ নাবালকের বিয়ে হয়েছে। উল্টো দিকে, একই সময়ে ১৮ লাখ নাবালিকার বিয়ে দেয়া হয়েছে। বাল্যবিবাহ দেয়া আইনত অপরাধ হওয়া সত্তে¡ও ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে তা কীভাবে লঙ্ঘিত হয়েছে, এই পরিসংখ্যানই যথেষ্ট। ২০১১ সালের আদামশুমারি থেকে দেখা গেছে, ১৩টি রাজ্যের ৭০টি জেলায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ ছাড়াও রয়েছে আসাম, বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খÐ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে রাজস্থানের ১৩টি জেলায় বাল্যবিবাহের ঘটনা সবচেয়ে বেশি। একমাত্র ব্যতিক্রম বানসওরা, বাল্যবিবাহের হার এখানে উল্লেখযোগ্যভাবে কমেছে। রিপোর্টটি প্রকাশ করে বিচারপতি বলেন, বাল্যবিবাহ দেয়া মানে সেই শিশুটির মর্যাদা লঙ্ঘন করা।টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।