Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম আবাহনীর রহমতগঞ্জ বাধা

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মৌসুম সূচক টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে আজ শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীর বাধা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হবে ম্যাচটি।
শক্তির বিচারে চট্টগ্রামের দলটি চেয়ে বেশ এগিয়ে থাকলেও ফাইনালের পথে ছাড় দিতে নারাজ জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ। তারা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিয়েই জয় তুলে নিতে চায়। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নিজেদের যোগ্যতা আবারও প্রমাণ করলো রহমতগঞ্জ। শেষ আটের লড়াইয়ে তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে বিধ্বস্ত করে শেষ চারে জায়গা করে নেয়। অন্যদিকে ফেডারেশন কাপই শুধু নয়, এবারের প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে তোলার লক্ষ্য চট্টগ্রাম আবাহনীর। ফেড কাপের কোয়ার্টারে তারা শেখ রাসেল ক্রীড়া চক্রকে টাইব্রেকারে ৪-২ (১-১) হারিয়ে সেমিফাইনালে উঠে আসে। আর সেমিতে রহমতগঞ্জের বিপক্ষে জয় পেয়েই ফাইনালে যেতে চায় বন্দরনগরীর আকাশী-হলুদরা। এর আগে ফেডারেশন কাপের ফাইনাল খেলা হয়নি চট্টগ্রাম আবাহনীর। সেমিফাইনাল পর্যন্তই তাদের দৌঁড়। রহমতগঞ্জেরও একই অবস্থা। তারা ১৯৮৭ সালে পা রেখেছিলো টুর্নামেন্টের শেষ চারে। তাই দু’দলের স্বপ্নই ফাইনালে খেলা।
চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী জানালেন রহমতগঞ্জকে সমীহই করছেন তারা। তিনি বলেন,‘টুর্নামেন্টে আমরা কোন দলকেই খাটো করে দেখছি না। রহমতগঞ্জকেও হালকাভাবে নেয়ার প্রশ্ন ওঠে না। দলটি বেশ শক্তিশালী। তাদের প্রতি যথেষ্ট সমীহ রেখেই বলছি রহমতগঞ্জকে হারিয়েই ফাইনালে যেতে চায় চট্টগ্রাম আবাহনী। আর সেই যোগ্যতা আমাদের রয়েছে। কাল (আজ) আমরা জিততেই মাঠে নামব।’
তারকা সমৃদ্ধ চট্টগ্রাম আবাহনী শক্তির বিচারে রহমতগঞ্জ চেয়ে এগিয়ে থাকলেও কিছুটা সমস্যা তাদের রয়েছে। বেশ ক’দিন ধরেই দলের নির্ভরযোগ্য কয়েকজন খেলোয়াড় জ্বরে ভুগছেন। তাদের নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলামও অনেকদিন জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি কোয়ার্টার ফাইনালে খেললেও ওই ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন না। চিকনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাফর ইকবাল, এলিসন, আশরাফুল ইসলাম রানা। রানা তো এবার ফেডারেশন কাপে মাঠেই নামতে পারেননি। আর আজ জাফর, এলিসনের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের ম্যানেজার নিজেই।
অন্যদিকে রহমতগঞ্জেরও লক্ষ্য চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়া। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে নজরকাড়া পারফরমেন্স দেখিয়েছিলো তারুণ্য নির্ভর রহমতগঞ্জ। তাদের সাফল্যের মুল কারিগর ছিলেন কোচ কামাল বাবু। সাদা-মাটা একটা দল নিয়েও যে বড় বড় দলকে হুমকির মুখে ফেলা দেয়া যায় সেটা গেল প্রিমিয়ার লিগে প্রমাণ করেছিলেন কামাল বাবু। তবে গত মৌসুমের অধিকাংশ ফুটবলারই দলে নেই এবার। তারপরও তরুণ আনকোড়া দল নিয়েই টুর্নামেন্টের সেমিফাইনালে ঠিকই দলকে টেনে এনেছেন স্থানীয় এই কোচ। প্রতিপক্ষ কঠিন হলেও এখনই থামতে নারাজ কামাল বাবু। তিনি বলেন, ‘নিঃসন্দেহে চট্টগ্রাম আবাহনী শক্তিশালী একটি  দল। কিন্তু আমাদের লক্ষ্য ফাইনাল। ভালো কিছু করার জন্য ছেলেরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি তাদের মধ্যে জয়ের মানসিকতা দেখেছি। মাঠে নেমে কিছু করে দেখাতে চায় ছেলেরা। সেমিফাইনালেও সেটা করতে পারলে ফাইনাল বেশিদূর নয় আমাদের জন্য। আমরা জয় পেতে আতœবিশ্বাসী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ