Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লস অ্যাঞ্জেলসে গৃহহীন বেড়েছে ২৩ ভাগ

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। এখানকার অনেকটা চকচকে শহর লস অ্যাঞ্জেলস। টিভি ও সিনেমা শিল্পের জন্য বিখ্যাত শহরটি। এখানে রয়েছে সিনেমা শিল্পের  কেন্দ্রস্থল হলিউড। বিলাসিতা ও উন্নতির মানদÐে বিশ্বের অন্যতম সেরা একটি শহর এটি। অথচ রাস্তায় থাকতে হচ্ছে এখানকার অসংখ্য মানুষকে। গত এক বছরে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ। শহরটি যুক্তরাষ্ট্রে গৃহহীনদের রাজধানী তকমা পেয়েছে। এ অঙ্গরাজ্যে গৃহহীনদের কল্যাণে কাজ করে লস অ্যাঞ্জেলস হোমলেস সার্ভিসেস অথরিটি (এলএএইচএসএ)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি গত জানুয়ারিতে নতুন একটি জরিপ পরিচালনা করেছে। স¤প্রতি প্রকাশিত জরিপের ফলাফল বলছে, পুরো লস অ্যাঞ্জেলস কাউন্টিতে গৃহহীন মানুষের সংখ্যা এক বছরে ২৩ শতাংশ বেড়েছে। সংখ্যার হিসাবে যা ৫৭ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে মাত্র ১৪ হাজার ৯৬৬ জনকে সরকারের পক্ষ থেকে আশ্রয় দেয়া সম্ভব হয়েছে। ২০১৬ সালের একই সময়ে গৃহহীনদের মোট সংখ্যা ছিল ৪৬ হাজার ৮৭৪ জন। আর ঝাঁ চকচকে লস অ্যাঞ্জেলস শহরে গৃহহীন মানুষের হার বেড়েছে ২০ শতাংশ। এ শহরে ৩৪ হাজার ১৮৯ জনের মাথার ওপরে কোনো ছাদ নেই। এক বছর আগে এ সংখ্যা ছিল ২৮ হাজার ৪৬৪ জন। চলতি বছর ৮ হাজার ৯৫২ জন সরকারি আশ্রয়ে রয়েছেন। কাউন্টি সুপারভাইজার জেনিস হানের মতে, এ সংখ্যা বিস্ময়কর। এক বিবৃতিতে তিনি বলেন, দিন দিন এ সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাজার হাজার মানুষ রাস্তায় বাস করছেন। সরকার এ সমস্যা নিরসনে নানা উদ্যোগ নিয়েছে। তবুও এর হার কমানো সম্ভব হয়নি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ