Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামা ওয়াশিংটনে স্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল হোয়াইট হাউস ছাড়ার পর প্রাথমিকভাবে তাদের মেয়ে সাশার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত ওয়াশিংটন থাকার সিন্ধান্ত নিয়েছিলেন। এখন যুক্তরাষ্ট্রের রাজধানীতে তারা স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন বলেই মনে হচ্ছে। গত বুধবার ওয়াশিংটন পোস্ট জানায়, ওয়াশিংটনের কালোরামা এলাকায় ওবামা দম্পতি ৮১ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি বাড়ি কেনেন। যদিও জানুয়ারি মাস থেকে তারা এই বাড়ি ভাড়া হিসেবে নিয়েছিলেন। আটটি বেডরুম, সাড়ে নয়টা বাথরুম বিশিষ্ট বাড়িটি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ও তার জামাই জারেড কুশনার যে এলাকায় থাকেন সেখানেই অবস্থিত। অভিজাত এই কালোরামার অন্যান্য বাসিন্দাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোসও রয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ