Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্রুতেই ময়ূরীর মিলনে সন্তান হয়

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা দেয়ার আহŸান জানিয়ে রায় প্রদানকারী রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মা বলেছেন, ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। অশ্রæতেই ময়ূরীর সঙ্গে তার মিলন ঘটে। তাতেই তার সন্তান হয়। আদালতের বাইরে গরুকে জাতীয় পশু ঘোষণার পেছনে কারণ বোঝাতে গিয়ে তিনি এ কথা বলেন। ময়ূর ভারতের জাতীয় পাখি। কেন একে জাতীয় পাখি হিসেবে গণ্য করা হয় তা ব্যাখ্যা করতে যেয়ে মহেশচন্দ্র শর্মা বলেন, ভগবান কৃষ্ণ তাঁর মাথায় ময়ূরের পালক ধারণ করেছিলেন। আর গোমাতার গায়ে ঠেস দিয়ে বাঁশি বাজাতেন তিনি। জয়পুরে সরকারি গোশালায় গরুর অবস্থার অবনতি নিয়ে একটি মামলা হয়েছিল রাজস্থান হাইকোর্টে। বিচারপতি মহেশচন্দ্র শর্মার একক বেঞ্চ বুধবার এ মামলায় ১৪৫ পাতার রায় ঘোষণা করে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ