মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে অ্যাসাল্ট রাইফেল ও একটি হ্যান্ডগানসহ এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার তার সন্দেহজনক গতিবিধ ও হুমকিস্বরুপ আচরণের জন্য তাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে পেনিনসিলভিনার ওই ডাক্তারের নাম ব্রায়ান মোলসভ। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট প্রধান পিটার নিউশ্যাম বলেন, তার ডিপার্টমেন্ট ও সিক্রেট সার্ভিসের কাছে ব্রায়ানের ব্যাপারে তথ্য ছিল। রাত সাড়ে ১২টার দিকে তারা তথ্য পান এবং ওয়াশিংটনে ট্রাম্প হোটেলে পৌঁছান। ৪৩ বছর বয়সী মোলস তার আধাঘণ্টা পরেই হোটেলে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীরা তখন তার গাড়ির দিতে খেয়াল রাখে।নিউশ্যাম বলেন, এই পরিস্থিতিতে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। আমরা ফেডারেল সহযোগীদের নিয়ে অনেকবড় একটি সংকট কাটিয়ে উঠেছি। এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, ওয়াশিংটন ফিল্ড অফিসের স্পেশাল এজেন্টরা স্থানীয় পুলিশের সহযোগিতায় এই বিষয়ে তদন্ত শুরু করেছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।