Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিন্দুকের মুখেও বাংলাদেশস্তুতি!

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একসময় রমিজ রাজাকে বাংলাদেশ ক্রিকেটের ‘বড় শত্রæ’ বলা হত। সেই রমিজ রাজা টাইগারদের প্রশংসা করে বলেছেন, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যান্য দলগুলোর জন্য বড় হুমকি হবে বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর মিনোজ নয়। তারা এখন আত্মবিশ্বাসে ভরপুর একটি দল। তাদের ক্রিকেটের ইতিহাস বদলের সঠিক সময়ে অবস্থান করছে। তাদের এখন যে আত্মবিশ্বাস আছে সেটা আগে কখনো ছিলো না। তারা সেরাদের থেকেও সেরা।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে। আগের আসরে রানার্স আপ ইংল্যান্ডকে এবারের আসরের ফেভারিট মানা হচ্ছে। তাই শুরুতেই টাইগারদের সামনে কঠিন পথ। তবে রমিজ রাজা মনে করছেন, ইংল্যান্ডের জন্য জয় সহজ হবে না। টাইগারদের প্রথম ম্যাচ নিয়ে রমিজ রাজা বলেন, ‘দুই দিন পর বাংলাদেশ এই মাঠেই (কেনিংটন ওভালে) ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আমি মনে করি, বাংলাদেশকে হারানো ইংল্যান্ডের জন্য সহজ হবে না। এই বাংলাদেশ দল অনেক কঠিন লড়াই উপহার দিবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ