Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

থেকে গেলেন ওয়েঙ্গার

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ তৃতীয়াংশটা বেশ অস্বস্তি নিয়ে আর্সেনালের ডাকআউটে দাঁড়াতে হয়েছে আর্সেন ওয়েঙ্গারকে। প্রায় প্রতিটা ম্যাচেই ‘ওয়েঙ্গার হটাও’ ¯েøাগানে গানার সমর্থকরা ছিলো সরব। কিন্তু তাদের সেই চাওয়া উপেক্ষা করে আরো দুই বছরের জন্য ওয়েঙ্গারকে নিয়োগ দিয়েছে ক্লাব কতৃপক্ষ। অর্থাৎ আর্সেনালের সাথে ওয়েঙ্গারের সম্পর্কটা বেড়ে দাঁড়ালো ২৩ বছর।
নতুন চুক্তির পর গানার সমর্থকদের ফরাসি কোচ আস্বস্থ করেছেন আসছে মৌসুমে লিগ শিরোপা উপহার দেবেন বলে। নিজের লক্ষ্যের কথা জানিয়ে ৬৭ বছর বয়সী বলেন, ‘আমি এই ক্লাবটাকে ভালোবাসি এবং এখন আমি অনেক আশা ও উৎসাহ নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে।’ আসছে মৌসুমে খেলোয়াড় কেনাবেচায় ১০০ মিলিয়ন পাউন্ড ব্যায়ের পরিকল্পনা নিয়েছে আর্সেনাল। আজ থেকেই খুলছে ইউরোপীয়ান ফুটবলে খেলোয়াড় কেনাবেচার বাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ