Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
পটিয়া উপজেলার মালিয়ারা মহিরা-হিখাইন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়েছে। গত শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, সংবর্ধিত অতিথি ছিলেন মেঘনা ব্যাংক লি.-এর পরিচালক লোকমান হাকিম। পুনর্মিলনী উদযাপন পরিষদের সভাপতি মো. এহসানুল হকের সভাপতিত্বে এবং মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ কামাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি রাশেদ মনোয়ার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি মু. মহসীন খান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দেবব্রত দাশ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটিয়ায় শিক্ষার্থীদের পুনর্মিলনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ