Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকি মোকাবেলায় একজোট হতে হবে

এই প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় বিশ্বকে একজোট হওয়া একান্ত জরুরি। মঙ্গলবার নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দানকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০১৫ সালের প্যারিস চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে যদি কোনো দেশ সংশয় প্রকাশ করে তাহলে অন্য দেশগুলোকে অবশ্যই তাদের অবস্থানে স্থির থাকতে হবে। স¤প্রতি জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। চুক্তির ব্যাপারে তার দেশের অবস্থান কী হবে তা পরে জানিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। এর আগে জলবায়ু পরিবর্তন ইস্যুকে চীনের তৈরি একটি আজগুবি গল্প বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যে এই প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে মুখ খুললেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, যদি কোনো সরকার বৈশ্বিক ইচ্ছা ও এই চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করে তাহলে এই কারণেই অন্য দেশগুলোকে আরো বেশি শক্তিশালী হয়ে একতাবদ্ধ হতে হবে এবং এই পথে থাকতে হবে। বার্তাটি একেবারেই সাধারণ- টেকশইয়ের ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। হয় ট্রেনে উঠুন, নয়তো পেছনে পড়ে থাকুন। তিনি বলেন, বিশ্ব ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্যারিস চুক্তির বাস্তবায়ন একান্তই জরুরি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ