মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে পার্লামেন্টের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। অর্থাৎ কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। বেসরকারি জরিপ প্রতিষ্ঠান ইউগভ এমনটাই পূর্বাভাস দিয়েছে। গত সপ্তাহে পরিচালিত পৃথক জরিপে দেখা গিয়েছিল, আগাম নির্বাচনে বেশ বড় জয় পেতে যাচ্ছেন থেরেসা মে। তবে সোমবার টেলিভিশনে প্রশ্নোত্তর পর্বে সাত বছর ধরে নানা কল্যাণ সেবা বাতিল, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট কর্তন এবং অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রশ্নে দর্শকদের জবাব দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন থেরেসা মে। তবে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন সমাজকে বদলে দেওয়ার বিকল্প প্রস্তাবে দর্শকদের মনজয় করতে সক্ষম হয়েছেন। ৫০ হাজার লোকের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি জরিপ প্রতিবেদনে ইউগভ জানিয়েছে, ২০১৫ সালের নির্বাচনে পূর্বসূরি ডেভিড ক্যামেরন পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টিতে জিতেছিলেন। তবে এবার থেরেসা মে ২০টি আসন খোয়াতে পারেন। অপরদিকে লেবার পার্টি গতবারের চেয়ে এগিয়ে ২৫৭টিতে জয় পেতে পারে। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।