Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরম বিপর্যয়ের সম্মুখীন ইয়েমেন : জাতিসংঘ

প্রায় ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : ইয়েমেন চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়েন। দেশটির যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীর কথা উল্লেখ করে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন। ও’ব্রায়েন গত মঙ্গলবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তব্যে বলেন, বিশ্ববাসী ইয়েমেন সংকটকে শুধু চেয়ে চেয়ে দেখছে। তিনি এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহŸান জানান। ইয়েমেনের প্রায় ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষে পতিত হওয়ার মুখে রয়েছে। এ ছাড়া, সা¤প্রতিক সময়ে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়ায় পাঁচ শতাধিক লোক প্রাণ হারিয়েছে। জাতিসংঘ বলেছে, আগামী ছয় মাসে আরো দেড় লাখ মানুষ কলেরায় আক্রান্ত হতে পারে। ও’ব্রায়েন বলেন, ইয়েমেন পরিস্থিতি যেমন দৈবক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় তেমনি এখনো এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। এর জন্য দেশটিতে তৎপর পক্ষগুলো দায়ী এবং এক্ষেত্রে বিশ্ব শক্তিগুলোর নিষ্ক্রিয়তার দায়ও কম নয় বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মিত্র আরব দেশগুলোর সহযোগিতা নিয়ে এবং জাতিসংঘের নীরবতাকে ব্যবহার করে সউদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে জল, স্থল ও আকাশপথে দেশটিকে অবরোধ করে রেখেছে রিয়াদ। ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে এই মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে সউদি আরব। সউদি আরবের এই বর্বরোচিত আগ্রাসনে এ পর্যন্ত ১১,০০০ মানুষ নিহত, লাখ লাখ মানুষ বাস্তুহারা এবং ইয়েমেনের অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। রিয়াদের এই আগ্রাসনের ফলে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে খাদ্য ও ওষুধ সংকট তৈরি হয়েছে। আল-জাজিরা,বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ