মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মাত্র তিন মাস চাকরির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ কর্মকর্তা মাইক ডিউবকে পদত্যাগ করেছেন। হোয়াইট হাউজ থেকে গণমাধ্যমের কাছে তথ্য ফাঁস করা ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে যখন মার্কিন রাজনীতি ও সরকারের ভেতরে টালমাটাল অবস্থা চলছে তখন তিনি পদত্যাগ করলেন। ডিউবকের পদত্যাগের বিষয়টি গত মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউজের কাউন্সেলর কেলিয়ানে কনওয়ে জানান, ডিউবকে চলতি মাসের প্রথম দিকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। তখন তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেয়া হয়েছিল। তবে এখনো ডিউবকের শেষ কর্মদিবস চূড়ান্ত হয় নি। ৪৭ বছর বয়সী ডিউবকে প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসের প্রেস ও জনসংযোগের বিষয়টি দেখাশুনা করতেন। তবে মাত্র তিন মাসের মাথায় কেন তিনি পদত্যাগ করেছেন তা পরিষ্কার করেন নি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।