মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় নিহত ২০২
ইনকিলাব ডেস্ক : ঘূর্ণিঝড় মোরা শক্তিশালী আকার ধারণ করে বাংলাদেশের দিকে এগিয়ে আসার আগে শ্রীলঙ্কায় ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটির অন্তÍত ২০২ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ প্রাণহানি ঘটে। দেশটির অন্তÍত ৫ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ঘূর্ণিঝড় মোরার প্রভাব ও বজ্রপাতে অন্তÍত ২৪ জন নিহত হয়েছেন। বিহারের একটি গ্রামীণ এলাকার বাজারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। রয়টার্স।
একাকীত্বে ট্রাম্প
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফর থেকে হোয়াইট হাউসে ফিরে খুব ভালো মেজাজে নেই। তিনি এক ধরনের হতাশা ও ক্ষোভের ভেতর দিয়ে দিন পার করছেন। হোয়াইট হাউসের ঘনি কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার সফর দীর্ঘ হওয়ার জন্য অভিযোগ করেছেন এবং তিনি একাকী থাকছেন। একটি সূত্র বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখন একাকী থাকছেন এবং এটা তার জন্য খুবই বিপজ্জনক বিষয় হতে পারে। তাকে আবেগতাড়িত হতে দেখা গেছে এবং কিছুটা মুটিয়ে গেছেন। তার পাশে এমন কেউ নেই যাকে তিনি বিশ্বাস করতে পারেন। সিএনএন।
তিন হাজার গ্রেফতার
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভকালে গত দুই মাসে প্রায় তিন হাজার লোককে পুলিশ গ্রেফতার করেছে। দেশটির ক্রিমিনাল জাস্টিস ফোরামের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গত মঙ্গলবার এ খবর জানায়। দেশটির বিরোধী পক্ষ অভিযোগ করেছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। অপরদিকে প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, বিরোধী পক্ষ অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। এএফপি।
ত্রাণ পৌছেছে
ইনকিলাব ডেস্ক : শ্রীলংকায় গতকাল বুধবার আন্তÍর্জাতিক ত্রাণ সামগ্রী পৌঁছেছে। ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্তÍ ২০২ জন প্রাণ হারিয়েছে। পররাষ্ট্রমন্ত¿ী রবি করুণায়েক বলেন, ১৬টি দেশ ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে। শুক্রবারের প্রাকৃতিক দুর্যোগের পর ছয় লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত¿ী বলেন, ভারত ও পাকিস্তানও সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় চিকিৎসক দল পাঠিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলংকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক টন মাটির নিচে চাপা পড়া বেশ কয়েকটি লাশ উদ্ধারের পর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়াল। এএফপি।
ইরাকে নিহত ৪২
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদ ও পশ্চিমাঞ্চলের একটি নগরীতে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তÍত ৪২ জন নিহত হয়েছে। ইফতারের সময় এবং বয়স্কদের পেনশন তোলার সময় হামলাগুলো চালানো হয়। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান। ইসলামিক স্টেটের সাবেক ঘাঁটি মসুলে জিহাদি গোিিটর দখলকৃত সর্বশেষ এলাকাগুলো পুনঃনিয়ন্ত¿ণের জন্য ইরাকি বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে এ হামলাগুলো চালানো হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।