Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সাভারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে স্থানীয় সংসদের বাসভবনের সামনে রড-সিমেন্ট বিক্রয়কারী প্রতিষ্ঠান ও স্যানেটারী দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আনন্দপুর এলাকার ধামরাই স্যানেটারী ও ঢাকা ট্রেড লিংক এ চুরির ঘটনা ঘটে। ধামরাই স্যানেটারীর মালিক লুৎফর রহমান জানায়, চোরেরা পেছনের সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। পরে মূল ভবনের নীচ দিয়ে মাটি খুরে সুরঙ্গ তৈরী করে ভেতরে ঢুকে দোকানের ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা, সিসিটিভি নিয়ন্ত্রণের মেশিন, কম্পিউটার ও মনিটর চুরি করে নিয়ে যায়। এদিকে একই চোর চক্রের সদস্যরা পার্শ্ববর্তী ঢাকা ট্রেড লিংক এর দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তারা তিনটি কক্ষে থাকা সমস্ত আলমারী এবং টেবিলের ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, দুটি কম্পিউটার মনিটর ও সিপিইউসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। ঢাকা ট্রেড লিংকের মালিক মিজানুর রহমান মিলন বলেন, দেয়াল ভেঙে চোরেরা আমার প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান বলেন, এখনও কেউ অভিযোগ দেয়নি। এমনকি কোন চুরি কিংবা ডাকাতির খবরও আমি পাইনি বলেন ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ