নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। লুইস এনরিকের বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সবচেয়ে বেশিবার যে নামটি শোনা গেছে সেই আর্নাস্তো ভালভার্দেকেই মেসি-নেইমারদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা ক্লাব কতৃপক্ষ। সাবেক অ্যাথলেটিক বিলবাওয়ের কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি, তবে চুক্তির মেয়াদ বাড়িয়ে তিন বছর করার একটা রাস্তাও খেলা রাখা হয়েছে।
সাবেক বার্সা ফরোয়ার্ড গত সপ্তাহেই বিলবাও-এর সাথে চার বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দেন। তখনই অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল ৫৩ বছর বয়সী স্প্যানিশই হতে যাচ্ছেন বার্সার পরবর্তি কোচ। এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেননি ভালভার্দে। বার্সার ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী আজই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।
তিন মৌসুমে সম্ভব্য ১৩টির মধ্যে ৯টি শিরোপা জেতার পর গত মার্চে ২০১৬-১৭ মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষনা দেন এনরিকে। সেই অনুযায়ী গত শনিবার কোপা দেল রের ফাইনাল ছিল বার্সার ডাকআউটে এনরিকের শেষ ম্যাচ। ম্যাচটি ৩-১ ব্যবধানে জেতে বার্সা। অপরদিকে নতুন কোচ ভালভার্দের বিলবাও আট নম্বরে থেকে লিগ শেষ করে। এর আগেও ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত প্রথম মেয়াদে বিলবাওয়ের কোচ ছিলেন তিনি। এর মাঝে ছিলেন ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার দায়ীত্বে। খেলোয়াড় হিসেবে বার্সায় যোগ দেন ১৯৮৮ সালে। তবে চোটের কারণে দুই মৌসুমের বেশি খেলতে পারেননি। পরে যোগ দেন বিলবাওয়ে। স্পেনের জার্সিতে একটি ম্যাচ খেলেছেন ভালভার্দে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।