Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিন আইএসের চেয়েও বড় হুমকি : ম্যাককেইন

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের কাছে আইএসের থেকে বড় হুমকি হল রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এমনটাই মনে করছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন। তিনি আরো স্বীকার করেছেন যে, পুতিনকে নিয়ে কিছুটা হলেও নার্ভাস ট্রাম্প। রিপাবলিকান দলের সদস্য ম্যাককেইন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। তিনি বলেন, আমি মনে করি পুতিন সবচেয়ে ভয়ঙ্কর, আইএসের থেকেও বেশি। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার কথায়, আইএস অনেক ভয়ঙ্কর কাজকর্ম করতে পারে। কিন্তু রাশিয়া সবসময় চেষ্টা করেছে ও আজও চেষ্টা করছে গণতন্ত্রকে বিনষ্ট করতে। তার মতে, আজ পর্যন্ত তেমন কিছু করতে না পারলেও সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুতিন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ