মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত সোমবার মধ্যরাতের পরপর রাজধানীর বাণিজ্যিক জেলা কারাদায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। কয়েক ঘণ্টা পর কার্খ জেলায় দ্বিতীয় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে অন্তত সাত জন নিহত এবং ৩৮ জনের বেশি মানুষ আহত হয়। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। গত বছর জুলাইয়ে কারাদায় ট্রাক বোমা হামলায় ৩২৪ জন প্রাণ হারায়। যা ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের পর সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।