Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলার জন্য তথ্য পাচার করত কুলভূষণ : পাকিস্তান

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে গত কয়েক বছরে যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন কুলভূষণ যাদব। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র নাফিস জাকারিয়া বলেন, যাদব ক্রমাগত তথ্য পাচার করে গেছে। পাকিস্তানের মাটিতে বেশিরভাগ সন্ত্রাসবাদী হামলার জন্য তথ্য পাচার করেছে ও। যদিও তালিকায় কোন কোন ঘটনা রয়েছে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আশতার অওসফ দাবি করেছেন, তাদের হাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি তথ্য-প্রমাণ রয়েছে যা যাদবকে সন্ত্রাসবাদী হিসাবে প্রমাণিত করবে। তবে সে সমস্ত তথ্য এখনই প্রকাশ করা হবে না। আন্তর্জাতিক আদালতে মামলার শুনানি ফের শুরু হলে সেখানে পেশ করা হবে। অওসফ আরো বলেন, তথ্যপ্রমাণ দাখিল করলে পাকিস্তান এই মামলা জিতবেই। প্রথমবার মামলার শুনানিতে যারা পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তাদের সরিয়ে নতুন দল গঠন করা হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে অওসফ জানান, কাউকে সরানো হয়নি। শুধুমাত্র দলটি বড় করা হচ্ছে। ডন, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ