মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীন অরুণাচল প্রদেশে অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে। এ জাতীয় তৎপরতার ক্ষেত্রে ভারতকে সতর্ক হতে এবং ধৈর্য ধরার উপদেশ দিয়েছে। লোহিত নদীর উপর বিতর্কিত অরুণাচল প্রদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অসম রাজ্যের সংযোগ স্থাপনকারী ধোলা-সাদ্যা সেতু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি উদ্বোধন করার কয়েক দিনের মধ্যেই এ হুঁশিয়ারি উচ্চারণ করল চীন। ৯.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুকে ভারতের দীর্ঘতম সেতু হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং একে দক্ষিণ তিব্বত হিসেবে অভিহিত করে চীন। অবশ্য চীনের এ দাবি ভারত বারবারই প্রত্যাখ্যান করে আসছে। চীন বলেছে, সীমান্ত সমস্যা চূড়ান্ত ভাবে নিরসন না হওয়া পর্যন্ত ভারত সতর্কতা অবলম্বন করবে এবং ধৈর্য ধারণ করবে বলে আশা করে বেইজিং। এ ছাড়া, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্যও ভারতের প্রতি আহŸান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, চীন-ভারত সীমান্ত সমস্যার বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং সঙ্গতিপূর্ণ। এদিকে গত মাসে তিব্বতের বিতর্কিত ধর্মগুরু দালাই লামাকে অরুণাচল প্রদেশ সফরেরও তীব্র সমালোচনা করেছে চীন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।