Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনের আরেকটি শহরে কারফিউ জারি

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মারাউই শহরের পর ফিলিপাইনের ইলিগান শহরেও রাতের বেলা কারফিউ জারি করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ফাঁকে সেখান থেকে পালিয়ে যেতে পারে, এমন আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মারাউই শহরটির দুই লাখ নাগরিকের ৯০ শতাংশের বেশি মানুষ অন্যত্র পালিয়ে গেছেন। তবে তাদের অনেকেই ইলিগান শহরে আশ্রয় নিয়েছেন। তাই সেখানেও রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। শহরটির ফেসবুক পেজে পুলিশ জানায়, কারফিউয়ের মাধ্যমে পুরো শহর অচল করে দেওয়া হচ্ছে না বরং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান, মারউইতে পালিয়ে যাওয়ার সময় এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার আঙুল থেকে বারুদের গন্ধ আসছিল বলে সরকারি কর্মকর্তা জানান। রয়টার্স,বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ