মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত মিশনের সদস্যদের নাম ঘোষণা করেছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার স্বাধীন এই কমিশনের নাম ঘোষণা করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক এই তদন্ত মিশনের প্রধান করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিংকে। মিশনের অন্য দুই সদস্য হচ্ছেন, শ্রীলংকার মানবাধিকার কর্মী রাধিকা কুমারাস্বামী ও অস্ট্রেলিয়ার অধিকারকর্মী ক্রিস্টোফার সিডোটি। গত বছর মিয়ানমারের মংড়ুতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়। এর জের ধরে রাখাইন রাজ্যে শুদ্ধি অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। সেনাদের হত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।