মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নপন্থি মলদোভার সরকার রাশিয়ার পাঁচ কূটনীতিককে বহিষ্কার করেছে। তবে এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির মস্কোপন্থি প্রেসিডেন্ট ইগোর দোদন। মলদোভার পররাষ্ট্র ও ইউরোপীয় সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আনা সামসন গত সোমবার নিশ্চিত করেছেন যে, রাশিয়ার পাঁচ কূটনীতিককে বহিষ্কার করা হবে, তবে কী কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে তিনি তা জানাননি। এছাড়া, যেসব কূটনীতিককে বহিষ্কার করা হবে তাদের পরিচয়ও জানাননি তিনি। মলদোভা সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দেশটির প্রেসিডেন্ট দোদন ফেইসবুক পোস্টে বলেছেন, আমাদের কৌশলগত মিত্র রাশিয়ার বিরুদ্ধে সরকার জঘন্য পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, যখন প্রেসিডেন্টের কার্যালয় ও ক্রেমলিনের মধ্যে গঠনমুলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে তখন সম্ভবত পশ্চিমাদের নির্দেশে এ কাজ করা হয়েছে। প্রেসিডেন্ট দোদন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মলদোভার কূটনৈতিক কোরের প্রতিনিধিদের পক্ষ থেকে এ ধরনের অবন্ধুসুলভ পদক্ষেপের জন্য আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষুব্ধ এবং এর নেতিবাচক ফলাফল ভোগ করতে হবে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।