Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানি দিয়ে মোদির ইউরোপ সফর শুরু

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জার্মানি যাওয়ার মধ্যদিয়ে তার ইউরোপ সফর শুরু করেছেন। জার্মানি সফরকালে গতকাল মঙ্গলবার তার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও এশিয়ার প্রতিদ্ব›দ্বী ক্ষমতাধর দেশ চীনের সাথে মের্কেল দীর্ঘদিন ধরেই কৌশলগত সম্পর্ক বজায় রেখেছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহে চীনের প্রধানমন্ত্রী লি কাকিয়াংও বার্লিন সফর করবেন। মারকেল প্রায়ই বলেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নকে উদীয়মান অর্থনীতির নতুন দেশগুলোকে মোকাবেলা করতে হবে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, জার্মানি ঐতিহ্যগতভাবে তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকতে পারে না। মোদি ও মের্কেল ইইউ-ইন্ডিয়া অবাধ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির বিষয় নিয়ে আলোচনা করবেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ