মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৪৮ হাজার গৃহহীন
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলে বন্যার কারণে সাতজন মারা গেছে এবং ৪৮ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। সোমবার কর্তৃপক্ষ একথা জানায়। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্নামবুকো রাজ্যে দু’জন মারা গেছে এবং ৪৪ হাজারের বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে। বন্যার কারণে সেখানে ২ হাজার ৬শ’ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার এ রাজ্যের ১৫টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আলাগোয়াস রাজ্যে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সিনহুয়া।
মস্কোয় ঝড়ে নিহত ১৩
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার প্রচন্ড ঝড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭০ জন। মস্কোর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড় চলাকালে বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার ছিল। দুই ঘণ্টাব্যাপী ঝড়ের সময়ে শিলা পড়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে। মস্কোয় গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন মারাত্মক ঝড় হয় নি।
আরটি,তাস।
ভীত করপোরেট জাপান
ইনকিলাব ডেস্ক : রেকর্ড ১ ট্রিলিয়ন ডলারের মুনাফাই এখন জাপানের শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর অন্যতম উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এখনই ব্যয় নয়; বিপদের সময়ের জন্য কোম্পানিগুলো এ অর্থ জমিয়ে রাখতে ইচ্ছুক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ বিপুল সম্পদের সঠিক ব্যবহার না হলে বর্তমানের এ মুনাফা প্রবৃদ্ধি শিগগিরই ধসে পড়বে। নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান সেকম ২০১৬ অর্থবছর মিলিয়ে টানা পাঁচ বছর মুনাফার মধ্যে রয়েছে। নিক্কেই এশিয়ান রিভিউ।
রাশিয়ায় বিমান বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার মধ্যাঞ্চলীয় নগরী সারাতোভের কাছে বিমান বিধ্বস্ত হয়ে গতকাল মঙ্গলবার এক সৈন্য নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ছয় টায় এই দুর্ঘটনা ঘটে। অ্যান্টোনোভ এএস-২৬ বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
ন্যাম হত্যা মামলা
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরীয় নেতার সৎ ভাই কিম জং ন্যামকে হত্যার দায়ে অভিযুক্ত ইন্দোনেশিয়ান ও ভিয়েতনামের দুই নারীকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। অভিযোগ অস্বীকার করলেও এই দুই নারীর বিরুদ্ধে কিম জং ন্যামকে হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদন্ড হতে পারে। অভিযুক্তরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলছে, তারা মনে করেছিল তারা একটি টিভি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। সিনহুয়া।
সন্তান হত্যার দায়ে
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় তিন শিশুকে হত্যা ও চতুর্থ শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার তাদের মাকে ২৬ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তিনি আদালতে তার অপরাধ স্বীকার করেন। আকোন গুয়োদে নামের ওই নারী দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের কারণে পালিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসেন। তিনি ২০১৫ সালে মেলবোর্নের উপকণ্ঠের একটি হ্রদে গাড়ি উল্টে ফেলে দেন। গাড়ির ভেতর চার সন্তানসহ তিনি নিজেও ছিলেন। রয়টার্স।
সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
৪৮ হাজার গৃহহীন
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলে বন্যার কারণে সাতজন মারা গেছে এবং ৪৮ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। সোমবার কর্তৃপক্ষ একথা জানায়। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্নামবুকো রাজ্যে দু’জন মারা গেছে এবং ৪৪ হাজারের বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে। বন্যার কারণে সেখানে ২ হাজার ৬শ’ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার এ রাজ্যের ১৫টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আলাগোয়াস রাজ্যে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সিনহুয়া।
মস্কোয় ঝড়ে নিহত ১৩
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার প্রচন্ড ঝড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭০ জন। মস্কোর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড় চলাকালে বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার ছিল। দুই ঘণ্টাব্যাপী ঝড়ের সময়ে শিলা পড়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে। মস্কোয় গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন মারাত্মক ঝড় হয় নি।
আরটি,তাস।
ভীত করপোরেট জাপান
ইনকিলাব ডেস্ক : রেকর্ড ১ ট্রিলিয়ন ডলারের মুনাফাই এখন জাপানের শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর অন্যতম উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এখনই ব্যয় নয়; বিপদের সময়ের জন্য কোম্পানিগুলো এ অর্থ জমিয়ে রাখতে ইচ্ছুক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ বিপুল সম্পদের সঠিক ব্যবহার না হলে বর্তমানের এ মুনাফা প্রবৃদ্ধি শিগগিরই ধসে পড়বে। নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান সেকম ২০১৬ অর্থবছর মিলিয়ে টানা পাঁচ বছর মুনাফার মধ্যে রয়েছে। নিক্কেই এশিয়ান রিভিউ।
রাশিয়ায় বিমান বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার মধ্যাঞ্চলীয় নগরী সারাতোভের কাছে বিমান বিধ্বস্ত হয়ে গতকাল মঙ্গলবার এক সৈন্য নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ছয় টায় এই দুর্ঘটনা ঘটে। অ্যান্টোনোভ এএস-২৬ বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
ন্যাম হত্যা মামলা
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরীয় নেতার সৎ ভাই কিম জং ন্যামকে হত্যার দায়ে অভিযুক্ত ইন্দোনেশিয়ান ও ভিয়েতনামের দুই নারীকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। অভিযোগ অস্বীকার করলেও এই দুই নারীর বিরুদ্ধে কিম জং ন্যামকে হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদন্ড হতে পারে। অভিযুক্তরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলছে, তারা মনে করেছিল তারা একটি টিভি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। সিনহুয়া।
সন্তান হত্যার দায়ে
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় তিন শিশুকে হত্যা ও চতুর্থ শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার তাদের মাকে ২৬ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তিনি আদালতে তার অপরাধ স্বীকার করেন। আকোন গুয়োদে নামের ওই নারী দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের কারণে পালিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসেন। তিনি ২০১৫ সালে মেলবোর্নের উপকণ্ঠের একটি হ্রদে গাড়ি উল্টে ফেলে দেন। গাড়ির ভেতর চার সন্তানসহ তিনি নিজেও ছিলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।