Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুজনের তুরুপের তাস রুবেল

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে বাংলাদেশের একাদশে ৩ পেসারই খেলানোর সম্ভবনা রয়েছে। অধিনায়ক মাশরাফি মর্তুজার সঙ্গে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে তৃতীয় পেসার হিসেবে রুবেলকেই পছন্দ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের, ‘আমি মনে করি, ¯øগ ওভারে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মুস্তাফিজকে ঐ সময়টায় প্রধান ভূমিকায় কাজ করতে হবে। দীর্ঘ সময় ধরে মাশরাফি আমাদের এই জায়গায়টায় সার্ভিস দিয়ে যাচ্ছেন। তবে আমি মনে করি ¯øগ ওভারে রুবেলকেই প্রধান ভূমিকায় কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে সে ভালো বোলিং করে যাচ্ছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও সে ভালো বোলিং করেছে। ঐ সময়টায় রুবেলের বোলিং কাজে দিবে আমাদের জন্য।’
আগামী ১ জুন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। খালেদ মাহমুদ সুজন জানান, এটিই জ্বলে উঠার সঠিক সময়। নিজেদের সেরাটা দিলে স্বাগতিক ইংল্যান্ডকেও হারানো সম্ভব বলে মনে করেন তিনি, ‘আমার মতে, আমাদের জ্বলে উঠার সঠিক সময় এটিই। কোচের সঙ্গেও আমার কথা হয়েছে। দলও ভালো ছন্দে রয়েছে। ব্যাটিংয়ে দল ভালো করলেও্ বোলিং নিয়ে কিছুটা মাথা ঘামাচ্ছে আমাদের। ওভালের উইকেট সাধারণত ফ্লাট উইকেট। আমাদের প্রথম ম্যাচ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এবং এই ম্যাচে আমাদেরকেই এগিয়ে রাখবো। যদিও স্বাগতিক দেশ হিসেবে সুবিধা পাবে ইংলিশরা তবে আমার বিশ্বাস আমরা তাঁদের হারাতে পারবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ