Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিমি ছাড়াই এশিয়া কাপের প্রাথমিক দল

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের স্বনামধন্য ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে ছাড়াই এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। গতকাল ঘোষিত জাতীয় হকি দলের ৪০ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা মিডফিল্ডার কামরুজ্জামান রানা, কৃষ্ণ কুমার ও ইমরান হাসান পিন্টুরও। তবে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড-২ এর চুড়ান্ত দলে ডাক না পেলেও পুস্কর খিসা মিমো ও হাসান জুবায়ের নিলয় ফিরেছেন এশিয়া কাপের ক্যাম্পে।
দীর্ঘ ৩২ বছর পর এশিয়া হকির সর্ব বৃহত টুর্নামেন্টের দশম আসরের আয়োজক হয়েছে বাংলাদেশ। চলতি বছরের শেষ দিকে ঢাকায় বসছে এশিয়া কাপ হকির জমজমাট আসর। আগামী ১৪ অক্টোবর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্টের খেলা। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আসরকে সামনে রেখে আগামী শনিবার জার্মান কোচ অলিভার কার্টজের অধীনে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে কাল ঘোষিত প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের আগের দিন (শুক্রবার) কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।  
গেল মার্চে ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড-২ এর খেলা শেষে হকি ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে মিডিয়ায় বক্তব্য দিয়ে  ফেঁসে গেছেন জিমি। যে কারণে ফেডারেশনের ওয়ার্কিং কমিটি জিমিকে আন্তর্জাতিক হকি থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। জিমির বিষয়টি এখন ফেডারেশনের নির্বাহী কমিটির হাতে। তারই সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত জিমিকে দলে রাখা হবে কী না। এ প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক কামরুল হাসান কিসমত বলেন,‘জিমির বিষয়টি নিয়ে আমরা খুব শীঘ্রই বসবো। আসলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। শৃঙ্খলাজনিত কারণে সে দলের বাইরে রয়েছে। বিষয়টির সমাধান করতে আমরা কোচ ও  ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে বসে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেব। কেননা এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জিমির মতো খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে বাংলাদেশ দলে। সন্দেহ নেই, সে দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ তিনি যোগ করেন, ‘নির্বাহী কমিটি যদি জিমিকে কোনো শাস্তি না দেয় তাহলে সে ক্যাম্পে ডাক পাবে। তবে অন্যরা পারফরমেন্সের কারণে বাদ পড়েছে।’ প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া সাত খেলোয়াড় বর্তমানে দেশের বাইরে আছেন। তারা জার্মানির বিভিন্ন শহর দলের হয়ে খেলছেন। ঈদের পরই তাদের ক্যাম্পে যোগ দেয়ার কথা। অন্যদিকে আগামীকালই জার্মানিতে খেলতে যাওয়ার কথা  জিমিরও।
ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড-২ শুরুর আগে জার্মান কোচ অলিভার কার্টজের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছিলেন স্থানীয় সফল কোচ মাহবুব হারুন। কিন্তু এবার তাকে রাখা হয়নি। এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পে কার্টেজের সহকারী হয়েছেন আলমগীর আলম ও তারিকুজ্জামান নান্নু। কেন হারুন নেই? এ প্রশ্নের উত্তরে জাতীয় দল সমন্বয় কমিটির প্রধান মাহবুব এহসান রানা বলেন, ‘এখন মাত্র ১৫ দিনের জন্য ক্যাম্প শুরু হচ্ছে। পরে দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরুর সময় কোচ পরিবর্তনও হতে পারে। তবে এ বিষয়ে ভালো বলতে পারবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।’
এশিয়া কাপের প্রাথমিক দল
জাহিদ হোসেন, অসীম গোপ, আবু সৈয়দ নিপ্পন, বিল্পব কুজুর, মেহেরাব হোসেন কিরন, রেজাউল করিম বাবু, ফরহাদ আহামেদ শিটুল, মামুনুর রহমান চয়ন. আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সারোয়ার হোসেন, রুম্মন সরকার, নাঈম উদ্দিন, মাইনুল ইসলাম, পুস্কর খিসা মিমো, আরশাদ হোসেন, মিলন হোসেন, দীন ইসলাম ইমন, হাসান জোবায়ের নিলয়, ফজলে হোসেন রাব্বি, মাহাবুব হোসেন, সবুজ, সাইফুল আলম শিশির, রাকিন, রোকোনুজ্জামন সোহাগ, সাব্বির রানা, রাব্বি সালেহিন রকি, সোয়েব আলী, রাজু আহামেদ, আল নাহিয়ান শুভ, রাজিব দাস, মো. মহসিন, ইয়াসিন আরাফাত, রাতুল আহমেদ অনিক, আলাউদ্দিন, রাব্বি হোসেন, তাহমিদ হক, ইরফানুল হক, সাইফুল ইসলাম ও মেহেদী হাসান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ