Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় রাউন্ডে নাদাল-জোকোভিচ

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আন্দ্রে আগাসিকে কোচ করার পর প্রথম ম্যাচেই জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা সার্বিয়ার এই খেলোয়াড়। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ও ১২টি গ্র্যান্ড ¯ø্যাম জয়ী জোকোভিচ ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারান স্পেনের মার্সেল গ্রানোলেরকে। এদিকে, ফরাসি ওপেনের দশম শিরোপা ‘লা দেসিমা’ জয়ের লক্ষ্যে থাকা রাফায়েল নাদাল ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন স্বাগতিক বেনোয়া পেরকে। মেয়েদের এককে শুভ সূচনা করেছেন বর্তমান চ্যাম্পিয়ন গার্বিনে মুগুরুসা। ২০১০ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সেকা স্কিয়াভোনেকে ৬-২, ৬-৪ গেমে হারান এই স্প্যানিয়ার্ড। এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ডেনমার্কের কারোলিন ওজনিয়াকিও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ