Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উড়িষ্যায় শীর্ষে জিয়া-রিফাত

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের উড়িষ্যার ভূবনেশ্বরে কিট আন্তর্জাতিক দাবা উৎসবের পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার সাড়ে ৪ পয়েন্ট করে পেয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।  অন্যদিকে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার ফাহাদ রহমান সাড়ে ৩ পয়েন্ট করে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও আনিসুজ্জামান জুয়েল আড়াই পয়েন্ট করে, মো. জামাল উদ্দিন ও মিজানুর রহমান ২ পয়েন্ট করে, সিরাজুল কবির, শাহনাজ মোহাম্মদ ফারুক ও মনোন  রেজা নীড় দেড় পয়েন্ট করে এবং রাজু আহমেদ, সাদনান হাসান দিহান ও কমুদিনি নার্গিস এক পয়েন্ট করে পেয়েছেন। গতকাল পঞ্চম রাউন্ডে রিফাত ভারতের শুভামকে, নিয়াজ ভারতের কুশাগেরকে, ফাহাদ ভারতের নিখিল মাগিজনানকে ও মাহফুজ স্বাগতিক দলের জুবিন জিমিকে হারালেও জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার আর.আর. ল²নের বিপক্ষে ড্র করেন। এই রাউন্ডে বাংলাদেশের জুয়েল ভারতের প্রিয়ামভাদা কারামচিটির সঙ্গে, জামাল স্বাগতিক দলের সায়ন্তন চান্দ্রার বিপক্ষে, শাহনাজ ভারতের তৃষ্ণা কানাইয়ামারালার সঙ্গে ও নীড় একই দলের বিনয় ক্রত কটির বিপক্ষে ড্র করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ