মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নবজাতক একটি শিশু হাঁটছে, এমন একটি ভিডিও ফেইসবুকে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে উঠেছে। ২৬ মে পোস্ট করার পর থেকে ৪১ সেকেন্ডের ওই ভিডিওটি এ পর্যন্ত ছয় কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে, ১৫ লাখ শেয়ার হয়েছে এবং তিন লাখ ২৫ হাজার প্রতিক্রিয়া এসেছে যার অধিকাংশই বিস্ময়সূচক। ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, এক নার্সের সহযোগিতায় নবজাতক এক পা তুলে সামনে ফেলে আরেক পা তুলে হাঁটার অনুকরণ করে সামনে এগিয়ে যাচ্ছে। ব্রাজিল থেকে আর্লেতি আরান্তেস নামের এক ব্যক্তি ফেইসবুকে ভিডিওটি পোস্ট করেছেন। তবে কখন ভিডিওটি ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয়। রচেস্টার মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে ভিডিওতে যা দেখা গেছে তা বিস্ময়কর কোনো ঘটনা নয়, এটি নবজাতকের স্বাভাবিক জন্মগত প্রতিক্রিয়া যাকে ‘স্টেপিং রিফ্লেক্স’ বলে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।