পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে নেয়ার ৪৮ ঘণ্টা পর গ্রিক মূর্তি বর্ধিত (অ্যানেক্স) ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে। গত শনিবার রাতে কড়া নিরাপত্তার মধ্যে মূর্তিটি পুনঃস্থাপন করা হয়। তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারা। সুপ্রিম কোর্টের আইনজীবীরাও এ বিষয়ে কথা বলা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। ভাস্কর মৃণাল হক সাংবাদিকদের বলেছেন, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের নির্দেশেই ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হয়। এদিকে মূর্তি স্থাপন করায় হতাশা প্রকাশ করে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, রমজান মাসের প্রথম রোজার রাতে মূর্তি পুনঃস্থাপন করে জাতির ধর্মীয় বিশ্বাস ও আবেগের সাথে তামশা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাত আটটা থেকে পুনঃস্থাপনের কাজ শুরু হয়। এসময় সুপ্রিম কোর্টের সবকটি ফটক বন্ধ রাখা হয়। সুপ্রিম কোর্টের আশে পাশে এলাকায় সর্তক অবস্থান নেন আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। ত্রিশ জন কর্মী ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ করছেন। রাত ১২টা নাগাদ এটি কংক্রিটের ভিত্তির ওপর বসানো হয়, যা প্রায় রাত দুইটা নাগাদ চলে। এসময় সশরীরে উপস্থিত হয়ে পুনঃস্থাপনের কাজ তদারকি করেন ভাস্কর্যের নির্মাতা মৃণাল হক। মৃণাল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের কথায় শনিবার রাত ৮ টার পর ভাস্কর্যটি পুনঃস্থাপনের কাজ শুরু করেন। আমার ত্রিশ জন কর্মী ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ করছেন। শেষ হয় রাত পৌনে ১টার দিকে। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আমি কিছু শুনিনি। আমি তো জানতাম না। এ বিষয়ে কথা বলা বিপজ্জনক। সুপ্রিম কোর্ট আইনজীবীরাও প্রকাশ্যে কোন মন্তব্য করতে চাননি।
এর আগে গোয়েন্দা সংস্থার একজন সদস্য জানান, ভাস্কর্য পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি পুনঃস্থাপিত হবে। মূর্তি পুনঃস্থাপনের বিষয়ে সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা ইনকিলাবকে বলেন, এটা বিষয়ে কোন কথা বলব না।
পরে মৃণাল হক বলেন, সুপ্রিম কোর্টের সামনে থেকে অ্যানেক্স ভবনের সামনে আনা আর একজায়গা থেকে আরেক জায়গায় আনা এক জিনিস না। সামনে থাকা এক জিনিস, ভেতরে থাকা আরেক জিনিস। কারণ সেখানে বেশি মানুষ দেখার সুযোগ পেতো। বর্তমান জায়গায় মূর্তি (তার ভাষার ভাস্কর্যটি) কম মানুষ দেখার সুযোগ পাবে। তিনি বলেন, এই সাবজেক্ট নিয়ে আমি মুখ খুলতে চাই না। মুখ খুললে এটা আরও বড় হবে। মৃণাল হক জানান, আমার ত্রিশ জন কর্মী ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ করছেন।
এ আগে গত বৃহস্পতিবার রাত ১২টার পর মোট ২০ জন শ্রমিক মূর্তিটি ভাঙার কাজ করে। পরে মূর্তিটি ভোর পাঁচটার দিকে পিকআপ ভ্যানে করে হাইকোর্টের অ্যানেক্স ভবনের ভেতর পানির পাম্পের পাশে ভাস্কর্যটি রাখা হয়।
প্রসঙ্গ, ২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবী থেমিসের মূর্তি (ভাস্কর্যটি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর প্রায় দুই মাস এ বিষয়ে পক্ষে-বিপক্ষে কোনও মত প্রকাশ করা না হলেও ফেব্রæয়ারিতে মুখ খোলেন হেফাজতে ইসলামের নেতারা। বিবৃতিতে তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এটি অপসারণের দাবি জানান। এরপর থেকে ধারাবাহিকভাবে ইসলামী দলগুলো ভাস্কর্যটি সরানোর দাবিতে আন্দোলন করছিল। গত ১১ এপ্রিল হেফাজতের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন একদল ওলামার সঙ্গে গণভবনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূর্তি সরাতে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রতি দেন। এটি অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী সায় দেয়ার পর রোজা শুরুর আগে তা সরানোর দাবি জানিয়ে আসছিল হেফাজতসহ ইসলামী দলগুলো। যার ফলশ্রæতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল ভবন থেকে সরানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।