Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ভারত-মালয়েশিয়ায়

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : চলতি বছরের শেষ দিকে ঢাকায় বসছে এশিয়া কাপ হকির জমজমাট আসর। দীর্ঘ ৩২ বছর পর এশিয়া হকির সর্ব বৃহত টুর্নামেন্টের দশম আসরের আয়োজক হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ অক্টোবর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্টের খেলা। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এশিয়ান হকি ফেডারেশনের শর্ত অনুযায়ী মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের কাজ খুব শীঘ্রই শুরু করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই টুর্নামেন্টে সাফল্য পেতে বদ্ধপরিকর জাতীয় হকি দল। দীর্ঘদিন পর ঘরের মাঠে এশিয়া কাপ। তাই লাল-সবুজরা টুর্নামেন্টে সাফল্য পেয়ে আসরটিকে স্মরণীয় করে রাখতে চায়। যে লক্ষ্যে জাতীয় দলের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাচ্ছে না বাংলাদেশ হকি ফেডারেশন। তাই আগামী মাসের প্রথম সপ্তাহেই জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু করবে তারা। এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলকে ভারত ও মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলানোর ইচ্ছা তাদের। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘জুনের প্রথম সপ্তাহে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। রমজানে খেলোয়াড়রা এক সেশন অনুশীলন করবে। যাদের বাড়ি ঢাকার বাইরে তারা ক্যাম্পে থাকবেন, আর ঢাকার খেলোয়াড়রা নিজ বাড়ি থেকে এসে প্রতিদিন অনুশীলন করবেন। সকাল ১১ টা থেকে দুপর ২টা পর্যন্ত চলবে এই অনুশীলন।’ তিনি আরো বলেন,‘কেবল ঘরের মাঠেই অনুশীলন নয়, এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের বিদেশে পাঠিয়ে প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে আমাদের। এক্ষেত্রে ভারত ও মালয়েশিয়ায় দল পাঠিয়ে সেখানে প্রস্তুতি ম্যাচ খেলানো হবে। যদি দুই  দেশে পাঠানো সম্ভব না হয়, তাহলে এক দেশেই পাঠানো হবে। আগামী জুলাই-আগষ্টে ভারত ও মালয়েশিয়ায় দল পাঠানোর পরিকল্পনা আছে আমাদের। জাতীয় দলের প্রস্তুতিতে যেন কোন ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রয়েছে ফেডারেশনের। আমাদের লক্ষ্য ঘরের মাঠে এশিয়া কাপ টুর্নামেন্টে সাফল্য তুলে আনা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ