Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান বিধ্বংসী নতুন অস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নতুন একটি বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। একইসঙ্গে এটি সারা দেশে মোতায়েন ও ব্যাপক উৎপাদনের নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। বিমানবিধ্বংসী অস্ত্রের ধরণটি কেমন কিংবা কখনই এটি পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কছুই জানায়নি। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স এ অস্ত্র পরীক্ষার আয়োজন করেছিল। মার্কিন কালোতালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার পেছনে কাজ করছে বলে ধারণা করা হয়। এবার নতুন বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া। প্রতিবেদনে ওই বিমান বিধ্বংসী অস্ত্রের ধরণ, বা তা কিভাবে কাজ করে, আর কখনই বা ওই পরীক্ষা চালানো হয়, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স এ অস্ত্র পরীক্ষার আয়োজন করেছিল। মার্কিন কালোতালিকাভুক্ত ওই প্রতিষ্ঠানটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করা হয়। গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স আয়োজিত নতুন ধরণের বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। এই অস্ত্রের সামর্থ্যের পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। এটি সারাদেশে মোতায়েনের জন্য ব্যাপকভাবে উৎপাদন প্রয়োজন, যাতে এটি আকাশপথে শত্রুর আধিপত্যের স্বপ্ন ধ্বংস করতে পারে। উত্তর কোরিয়া বিভিন্ন ধরণের সমরাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্তে¡ও গত সপ্তাহে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বছর উত্তর কোরিয়া বড় পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখÐে আঘাত হানতে সক্ষম। কেসিএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ