Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার আশঙ্কা নেই : থেরেসা

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, দেশটিতে চলমান জরুরি অবস্থা গুরুতর থেকে তীব্র পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এই মুহূর্তে সম্ভাব্য কোনো হামলার আশঙ্কা নেই। গত শনিবার সকালে সরকারের জরুরি অবস্থা বিষয়ক সংস্থা কোবরা-র সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সফল পুলিশি সফল পুলিশ অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে শত শত সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। জরুরি অবস্থার শুরুতে সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছিল, কিন্তু পরে তাদের প্রত্যাহার করা হয়। পুলিশ অন্তত এক হাজার ৩০০টি গণসমাবেশ স্থলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে। নাগরিকদের সতর্ক থাকতেও বলা হয়েছে। জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা এনএইচএস ইংল্যান্ড জানায়, হামলায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ১১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের মধ্যে ৬৩ জন এখনও চিকিৎসাধীন। ২০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ