Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ইংল্যান্ডে হয়ে গেল সেই জার্সির উন্মোচন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছেছে মাশরাফি-সাকিবদের বাংলাদেশ দল। সাথে আছে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি।
টাইগারদের নতুন জার্সি সা¤প্রতিককালের যেকোনো জার্সির চেয়ে ভিন্ন। মাঝখানের গাঢ় লালের চারপাশে হালকা সবুজ রঙের ছোঁয়া জার্সিতে এনে দিয়েছে জাতীয় পতাকার আভা। অবাক করা ব্যাপার, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সির মাঝখানে নেই কোনো স্পন্সরের নাম, যা এতদিন বাংলাদেশ দলের প্রায় সব জার্সিতেই পরিলক্ষিত হচ্ছিল। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের গোড়াপত্তন হবে টাইগারদের হাত ধরেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ