Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফের টালবাহানা

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বকেয়া পাওনা আদায়ে চার দিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে সোচ্চার হয়েছিলো প্রিমিয়ার লিগের আট ক্লাব। গত বৃহস্পতিবার তারা নিজেদের ছয় দাবী মানতে বাফুফেকে আল্টিমেটাম দিয়েছিল। যে কারণে গতকাল জরুরী সভায় বসতে হয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটিকে। সভা শেষে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ক্লাবগুলো তাদের দাবী আমাদেরকে জানিয়েছে। সেই দাবী গুলো নিয়ে জরুরী সভায় আমরা আলোচনা করেছি। শিগগিরই লিগ কিমিটির সভায় দাবীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপরই ক্লাবগুলোর সঙ্গে সভায় বসবো। ৩১ মে’র পরে যে কোন দিন এই সভা হতে পারে।’ তিনি আরো বলেন, ‘ক্লাবগুলো অংশগ্রহণ ফি বাবদ ৫০ লাখ টাকা দাবী করছে। আমরা তাদের বুঝাতে চেষ্টা করবো যে, পৃষ্ঠপোষকতা খাত থেকে যে অর্থ পাওয়া যায়, তার পুরোটাই ক্লাবগুলোকে দেওয়া হবে। এখানে প্রাইজমানি, অংশগ্রহণ ফিস ও রেফারির সম্মানীসহ অন্যান্য খরচ রয়েছে। পৃষ্ঠপোষকতার খাত থেকে ২০ টাকা আসলে ক্লাবগুলো যদি ৪০ টাকা দাবী করে তাহলে আমরা কোথায় পাবো বাকী অর্থ? এখানে একটা বিষয় পরিস্কার করতে চাই, সবগুলো ক্লাব কিন্তু আমাদের কাছে টাকা পাবে না। ঢাকা আবাহনী, শেখ রাসেল, ব্রাদার্স ও মোহামেডান কিছু টাকা পাবে। শেখ জামাল ক্লাবের কোন বকেয়া নেই। ফরাশগঞ্জ ক্লাবের কাছে বাফুফে উল্টো টাকা পাবে। আশাকরছি, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ