পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : পরিবহন আইন-২০১৭ এর মালিক শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলো বাতিলের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিবহন সেক্টরকে অশান্ত করার জন্য মালিক-শ্রমিক নেতাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। নেতৃবৃন্দ এজন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, কোনোভাবেই পরিবহন সেক্টরকে অশান্ত করতে দেয়া হবে না।
হাজী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বলেন, চিহ্নিত একটি চক্র নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। বক্তারা এর প্রতিবাদ করে বলেন, সময় হলেই এদের সমুচিত জবাব দেয়া হবে। সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ওসমান আলীসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিবহন মালিক-শ্রমিকরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নামের একটি সংগঠনের পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমার রাঙ্গা বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন কুৎসা রটানো হচ্ছে। এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গা গতকাল টেলিফোনে ইনকিলাবকে বলেন, একটি পত্রিকায় এসব কুৎসা নিয়ে একটি প্রতিবেদনও ছাপা হয়েছে। তিনি বলেন, ঢাকাসহ সারাদেশের কোথাও আমার নামে এক টাকা চাঁদা তোলার প্রমাণ কেউ দিতে পারবে না। আমার নামে চাঁদাবাজির প্রমাণ দিতে পারলে আমি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।