প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে জড়িত বরেণ্য অভিনেত্রী তমালিকা কর্মকার। মঞ্চে এবং ছোটপর্দায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। কিন্তু দীর্ঘ এই চলার পথে কখনোই সাংবাদিকদের সঙ্গে আয়োজন করে বসার সুযোগ হয়ে উঠেনি। এই সময়ে এসে তমালিকা কর্মকার সাংবাদিকদের নিয়ে ঘরোয়া একটি অনুষ্ঠানের আয়োজন করেন। গত ৩ মার্চ সন্ধ্যার পর রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে রোডে তার নিজের বাসায় সাংবাদিকদের নিয়ে এক ঘরোয়া আড্ডায় মেতে উঠেন। সাংবাদিকদের মধ্যে ছিলেন রিমন মাহফুজ, অভি মঈনুদ্দীন, শাহ আলম সাজু, খালেদ আহমেদ, নিথর মাহবুব, রকিব হোসেন, এফ আই দীপু, মরিয়ম সেঁজুতি, রেজাউর রহমান রিজভী, আলমগীর কবির, এমদাদুল হক মিল্টন, নাজির হোসেন, মারুফ কিবরিয়া এবং ফটোগ্রাফার আবু সুফিয়ান, দীপু খান। আড্ডার শুরুতেই তমালিকা বলেছিলেন একটি বিশেষ কারণে তিনি এই আড্ডার আয়োজন করেছেন। তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একদিন একবেলা আমার সাংবাদিক ভাইবোনদের সঙ্গে বসে আড্ডা দিবো, গল্প করবো আর আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। এর বাইরে বিশেষ কোন কারণেই আজকের আড্ডা নয়। আপনারা যার যার মতো সময় করে আমার আহ্বানে সাড়া দিয়েছেন। তাতে আমি মুগ্ধ, আনন্দিত। আশা করি, অতীতের মতো ভবিষ্যতেও আপনারা আমার সুখে দুঃখে পাশে থাকবেন। ভবিষ্যতে হয়তো আরো বড় পরিসরে এমন আয়োজন হবে।’ সাংবাদিকদের আড্ডায় তমালিকার বাসা মুখরিত হয়ে উঠে। সবাই তমালিকার এমন ঘরোয়া আড্ডায় মুগ্ধ হন। ‘কীত্তনখোলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমালিকা কর্মকার ছোটবেলা থেকেই নাচ, গান, আবৃত্তি এবং অভিনয়ে পারদর্শী। কিন্তু নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই গড়ে তুলেন তিনি। নায়িকা হয়ে টিভিতে তার অভিনীত প্রথম নাটক ১৯৮৬ সালে আলাউদ্দিন আহমেদ প্রযোজিত ‘হার না মানা হার’। তবে টিভিতে ছোটবেলায় তিনি প্রথম অভিনয় করেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রযোজিত ‘আলোর দীপ প্রহর’ নাটকে। ১৯৯২ সাল থেকে তমালিকা নাট্যদল ‘আরন্যক’র সাথে সম্পৃক্ত। এই দলের হয়ে প্রথম তিনি অভিনয় করেন মামুনুর রশীদের রচনায় ও আজিজুল হাকিমের নির্দেশনায় ‘পাথর’ নাটকে। সর্বশেষ তিনি মামুনুর রশীদের রচনায় ফয়েজ জহিরের নির্দেশনায় ‘ভঙ্গবঙ্গ’ নাটকে অভিনয় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।