প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : পরপর দুই সন্ধ্যায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে মঞ্চায়ন হবে মণিপুরি থিয়েটারের নাট্যপ্রযোজনা লেইমা। ফেদেরিকো গারসিয়া লোরকার ইয়ের্মা অবলম্বনে বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে লেইমা নাটকটির ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এবং আগামীকাল সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের আমন্ত্রণে নাটকটির দুটি প্রদর্শনী হবে। গত বছরের ১০ এপ্রিল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটম-পে দর্শনীর লেইমার উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর ২১ থেকে ২৩ মে এক নাটকের উৎসব শিরোনামের আয়োজনে টানা তিন সন্ধ্যায় নাটকটির ৫ প্রদর্শনী অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় নাট্যশালা ও নাটম-লে। নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা জানান, নাটকটির নির্দেশনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এক বন্ধ্যা নারীর মনস্তাত্ত্বিক সংকটকে কেন্দ্র করে লেইমার কাহিনী গড়ে উঠেছে। মণিপুরি নাট্য আঙ্গিক ও পাশ্চাত্য অভিনয়রীতির রসায়নে পরিবেশিত হবে দেড় ঘণ্টার লেইমা। এতে লেইমার ভূমিকায় অভিনয় করছেন জ্যোতি সিনহা। আরও অভিনয় করছেন বিধান সিংহ, সুরজিৎ সিংহ, সঞ্জিত সিংহ, শুক্লা সিনহা, উজ্জ্বল সিংহ, সমরজিৎ, দীপু, শুক্লা, সুস্মিতা, অনামিকা, সমরজিত ও সুকান্ত। সঙ্গীতে রয়েছেন শর্মিলা সিনহা ও কৃষ্ণকুমারী সিনহা। বাদ্যে বাবুচান সিংহ, অঞ্জনা ও শুক্লা, পোশাক পরিকল্পনায় জ্যোতি সিনহা এবং দৃশ্য ও আলোক পরিকল্পনায় আছেন শুভাশিস সিনহা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।