মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অবিবাহিত দম্পতিদের বিয়ের নির্দেশ দিয়েছেন আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। এজন্য চলতি বছরের শেষ পর্যন্ত সময় বেধে দিয়েছেন তিনি। এরই মধ্যে দেশটির যেসব নারী-পুরুষ বিয়ে না করে একসঙ্গে বসবাস করছেন কিংবা সন্তান নিয়েছেন, তাদের বিয়ে করতে হবে। সম্পর্ককে আইনগত ভাবে বৈধ করতে হবে। বুরুন্ডির সমাজ ব্যবস্থায় বড় রকমের সংস্কার কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট পিয়েরে। এজন্য ব্যাপক মাত্রায় প্রচারণা শুরু করেছেন। এমনই এক সংস্কারমূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ আদেশ দেন। সামাজিক মূল্যবোধ জোরালো করতেই তিনি এমন আদেশ দিয়েছেন। পিয়েরের মতে, এ সিদ্ধান্ত বুরুন্ডির সমাজ ব্যবস্থায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান জোরদার করবে। পারিবারিক মূল্যবোধ জোরালো করবে। আর সম্মানের জায়গাটি অক্ষুণœ রাখতে অবিবাহিত দম্পতিদের বা যারা লিভ টুগেদার করছেন তাদের বিয়ে করতে হবে। সম্পর্ককে আইগতভাবে বৈধ করতে হবে। তিনি জানান, এখন থেকে বুরুন্ডিতে কেউ বিয়ে না করে সংসার করতে কিংবা সন্তান নিতে পারবেন না। যারা এখনো বিয়ে করেননি, কিন্তু দিব্যি সংসার করছেন তাদের সরকারের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হবে। কোনো দম্পতি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যভস্থা নেয়া হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেরেন্স তাহিরাজা বলেন, বুরুন্ডি এখন অধিক জনসংখ্যার চাপে ভুগছে। আর এর অন্যতম কারণ লিভ টুগেদার ও বহুবিবাহ। বিগত দিনগুলোতে দেশটিতে বিয়ে না করেই সন্তান নেয়ার প্রবণতা অনেক বেড়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।