Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করল চীন

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নকে প্রতিহত করেছে চীনের দুই যুদ্ধবিমান। বুধবার হংকংয়ের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত এলাকার কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল। পি-৩ ওরিয়ন বিমান হংকংয়ের দেড়শ’ মাইল দক্ষিণ-পূর্ব দিয়ে উড়ে যাওয়ার সময় তাকে প্রতিহত করে চীনের দুই যুদ্ধবিমান। এ সময় তারা গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নের মাত্র ২০০ গজের মধ্যে চলে এসেছিল। মার্কিন কর্মকর্তারা দাবি করেন, পি-৩ ওরিয়নের একেবারে সামনে চলে আসে চীনা একটি যুদ্ধবিমান। এটি অনিরাপদ এবং অপেশাদারভাবে সামনে চলে আসায় পি-৩ ওরিয়নের স্বাভাবিক উড্ডয়ন বাধাগ্রস্ত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। আমেরিকা কূটনৈতিক পথে বিষয়টি চীনের কাছে তুলবে বলেও সংবাদ মাধ্যম জানিয়েছে। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ