Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই প্রথম গানের মডেল হলেন আমব্রিন

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি নির্মিত হয়েছে কণ্ঠশিল্পী মিরাজের নতুন গানের ভিডিও ‘ভালো তো লাগে না কিছুই’। গানের কথা সুর করেছেন শিল্পী নিজেই। ক¤েপাজিশন করেছেন শামীম। ইতোমধ্যে গানটির চিত্র ধারনের কাজ শেষ হয়েছে। গানে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন আলোচিত উপস্থাপিকা ও অভিনেত্রী আমব্রিন। এই প্রথম কোন মিউজক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন চৈতি। মাওয়া, ঢাকার মনোরম লোকেশন গানটির চিত্র ধারন করা হয়েছে। গানটি মিরাজের সলো অ্যালবাম ভালো তো লাগে না কিছুইতে স্থান পাবে। ১০টি মেলাডি ও ফোক গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ৬টি গানের ক¤েপাজিশন শেষ হয়েছে। চলছে কণ্ঠ দেয়ার কাজ। ভালো তো লাগে না কিছুই গানটি স¤পর্কে মিরাজ বলেন, গানটি স্টুডিওতে  কণ্ঠ দেয়ার সময় অনেকে শুনেছেন, সবাই বাহবা দিয়েছেন। আমার নিজের কাছেও গানের কথা, সুর, ক¤েপাজিশন ভালো লেগেছে। আশাকরি, শ্রোতারাও গানটি শুনবেন। মিরাজের গানে হাতেখড়ি ওস্তাদ মিহির রায়-এর কাছে। এরপর এমএ মানান, শেখ সাদী খান, প্রয়াত বসির আহমেদ, মেহেদী রওশন তোতাসহ অনেক গুণী শিল্পীদের কাছে গানে তালিম নিয়েছেন। বাজারে রয়েছে মিরাজের ১২টি অ্যালবাম। মমতাজসহ অনেক গুণী শিল্পীদের সঙ্গে রয়েছে তার ডুয়েট গান। মাটি শিরোনামে তার একটি ব্যান্ড দল রয়েছে। যার প্রধান ভোকালও তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এই প্রথম গানের মডেল হলেন আমব্রিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ