মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি ট্রেনে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই যাত্রী। ওরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের একটি ট্রেনে দুই মুসলিম নারীর প্রতি এক যাত্রীর বর্ণবিদ্বেষী আচরণের প্রতিবাদ করায় আক্রমণের শিকার হন তারা। ছুরিকাঘাতে প্রতিবাদী ওই দুই ব্যক্তিকে হত্যা করা হয়। এছাড়া ছুরিকাঘাতে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও হত্যার শিকার ব্যক্তি ও দুই ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পোর্টল্যান্ড পুলিশ বিভাগকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হলিউড ট্রানজিট স্টেশনে এ ঘটনা সংঘটিত হয়। ম্যাক্স ট্রেনে এক যাত্রী তার দুই মুসলিম সহযাত্রীকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী ও আক্রমণাত্মক মন্তব্য ছুড়তে থাকেন। তা দেখে ট্রেনের অন্য তিন যাত্রী প্রতিবাদ জানান। তখন ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় ওই দুর্বৃত্ত। এরপর পালিয়ে যায় সে। ছুরিকাঘাতের কারণে ঘটনাস্থলেই নিহত হন একজন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আর বাকিজনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। হামলাকারী পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়। পুলিশ আরও জানায়, তারা ঘটনাস্থলে এসে জবানবন্দি নেওয়ার আগেই ভুক্তভোগী ওই দুই নারীও স্থান ত্যাগ করেন। জবানবন্দির জন্য শিগগিরই তাদের পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ। আল-জাজিরা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।