Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন যোগাযোগ ছিল কুশনারের

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে অন্তত তিনবার গোপনে যোগাযোগ করেছিলেন। সাতজন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। উল্লেখ্য, গত ১০ মে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে অপসারণের পর ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ নিয়ে বিতর্ক নতুন করে জেগে উঠে। রাশিয়া প্রথম থেকেই ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগের অভিযোগ অস্বীকার করে আসছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প শিবিরের রুশ সংযোগ নিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হন কুশনার। আইন প্রয়োগকারী সংস্থার একজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দুটি সূত্র জানিয়েছে, গত বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে অন্তত দুবার কুশনার ফোনে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। অপর দুই সূত্র জানায়, ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রুশ সংযোগ তদন্তের সময়েই কুশনারের বিষয়টি সামনে আসে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ