Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ৪ সহস্রাধিক বিচারক বরখাস্ত

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে চার হাজারেরও বেশি বিচারক ও সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, তদন্তের পর বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনকে গত বছরের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্য নায়ক হিসেবে অভিযুক্ত করে আসছে তুর্কি সরকার। আঙ্কারার দাবি, তুরস্কের বিচার বিভাগে গুলেনের ব্যাপক প্রভাব রয়েছে। বোজদাগ এ সম্পর্কে বলেন,ফতেউল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার কারণে অন্তত ৪ হাজার বিচারক ও আইনজীবীকে অপসারণ করা হয়েছে। আপাতত এ ব্যাপারে তদন্ত শেষ উল্লেখ করে বোজদাগ বলেন, একজন বিচারক বা সরকারি কৌঁসুলিও তদন্ত থেকে বাদ যায়নি। তুরস্কের এই মন্ত্রী আরো বলেন, তার সরকার সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। আনাদুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ