Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে সহিংসতায় ৫০ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামের পবিত্র মাস রমজানের প্রথম দিনে আফগানিস্তানে বিভিন্ন সহিংসতায় অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। গতকাল শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে হামলাকারীরা একটি ফুটবল মাঠের কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়, এতে অন্তত ১৪ জন নিহত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফুটবল মাঠের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলা চেষ্টার অংশ হিসেবে বিস্ফোরণটি ঘটানো হয়। এতে আরো আট জন আহত হয় বলে জানিয়েছেন খোস্তের জনস্বাস্থ্য বিভাগের প্রধান গুল মোহাম্মাদ্দিন মেঙ্গাল। বিস্ফোরণে নিহতদের শরীর চ্ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে জানিয়ে মেঙ্গাল বলেন, লাশগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই, তাই তারা বেসামরিক না নিরাপত্তা বাহিনীর লোক তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওদিকে একই দিন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাডঘিস এর কাদিস জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করলে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এতে ২২ জঙ্গি, আট বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়, জানিয়েছেন প্রাদেশিক গভর্নর দপ্তরের মুখপাত্র জহির বাহান্দ। লড়াইয়ে আরো ৩৩ জঙ্গি ও ১৭ বেসামরিক আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমা শক্তিগুলোর সমর্থিত আফগানিস্তান সরকার একই সঙ্গে তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। রোজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই হামলা বৃদ্ধি করেছে তালেবান। এ সময় কান্দাহার, পাকতিয়া, হেলমান্দ ও অন্যান্য প্রদেশে একাধারে হামলা চালিয়েছে তারা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ